Picture

Picture
SHAHRIAR MAHMUD AKASH

সোমবার, ৫ মার্চ, ২০১২

►►► আপনার পাসওয়ার্ড সুরক্ষিত করুন !! ◄◄◄


# একটি সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করার টিপস:

* বিরাম চিহ্ণগুলো এবং/অথবা সংখ্যাগুলোকে অন্তভূর্ক্ত করুন৷
* একই রকম দেখতে অন্য অক্ষর ব্যবহার করুন।যেমন ‘O’ বদলে শূন্য
* ছোট আকারের অক্ষর ব্যবহার করুন৷
* সঠিক শব্দের বিকল্প ব্যাবহার করুন যেমন ‘Love to Laugh’ এর জন্য ‘Luv 2 Laf’
* প্রচলিত শব্দ নির্বাচন করা থেকে বিরত থাকুন
* সংখ্যা,বর্ণ,চিন্হ ইত্যাদি মিশিয়ে পাসওয়ার্ড সাজান

যে জিনিসগুলি না করা ভাল:

* একাধিক গুরুত্বপূর্ন অ্যাকাউন্ট যেমন,Gmail অনলাইন ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে পাসওয়ার্ডকে পুনরায় ব্যবহার করবেন না
* এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না যাতে ব্যক্তিগত তথ্য থাকে যেমন:নাম,জন্ম তারিখ,ইত্যাদি৷
* পুরো পাসওয়ার্ডটাই নাম্বার,বড় হতের অথবা ছোট হাতের অক্ষর করবেন না
* কোন অক্ষর বার বার লিখবেন না(aa11)
* কি করে সঠিক পাসওয়ার্ড বাছবেন তার উদাহরণের তালিকা থেকে পাসওয়ার্ড বাছবেন না
* কোন প্রবাদ যা আপনি সবসময় বলেন বা উপদেশ হিসেবে ব্যবহার করেন, কক্ষনই ব্যবহার করা উচিৎ হবে না
* কিবোর্ড প্যাটার্ন (asdf) অথবা ক্রম সংখ্যার (1234) ব্যবহার করবেন না পাসওয়ার্ডে
* অভিধানে আছে এমন শব্দ বা আদ্যক্ষরা ব্যাবহার করবেন না

আপনার পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখার জন্য সংকেত:

* কখনও কাহাকেও আপনার পাসওয়ার্ড বলবেন না (যেমন: উল্লেখযোগ্য কেউ,রুমমেট,তোতাপাখী প্রভৃতি)
* কখনও আপনার পাসওয়ার্ড লিখবেন না৷
* যদি ভুলে লিখে ফেলেন তাহলে, কালি দিয়ে মুছে আগুনে পুড়িয়ে ফেলুন কিংবা আগুনে পুড়িয়ে তার ছাইভম্ব পৃথক করে বিভিন্ন স্থানে ফেলুন
* লেখা কাগজের নীচের পৃষ্ঠায় সাধারনত লেখার ছাপ পড়ে। তাই নীচের পৃষ্ঠাও উপরোক্ত উপায়ে ধ্বংশ্ করুন
* ইমেলের দ্বারা কখনও আপনার পাসওয়ার্ড পাঠাবেন না৷
* এমন কোন শব্দ বা বাক্য পাসওয়ার্ড হিসেবে দেবেন না যা, আপনি সব সময় বলেন বা আপনার প্রিয়। যেমন: সিনেমার কোন Filmy সংলাপ যা সকলে জানতে পারে
* সমসাময়িক আলোচিত বিষয় সম্পর্কিত পাসওয়ার্ড না দেয়াই ভাল
* পর্যায়ক্রমে আপনার সাম্প্রতিক পাসওয়ার্ডটি পরীক্ষা করুন,এবং নতুন কোন পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন করুন৷

# সুরক্ষা প্রশ্ন:

যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন,তাহলে অনেকক্ষেত্রে  আপনার সুরক্ষার প্রশ্নটির উত্তর জানতে চাওয়া হয় যা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি পূনরূদ্ধার করতে পারেন। নীচে কোনো ভাল সুরক্ষার প্রশ্ন উত্তর পছন্দ করার সাহায্যকারী কতকগুলি টিপস দেওয়া হল:
* কেবলমাত্র আপনার উত্তর জানা আছে এবং আপনার পাসওয়ার্ডের সঙ্গে যুক্ত নয় এমন কোন প্রশ্ন বাছুন৷
* এমন একটি প্রশ্ন চয়ন করুন যার উত্তর ভেবে দেওয়া যাবে না৷
(উদাহরণস্বরূপ,আপনার মায়ের বিবাহ-পূর্ব নাম,আপনার জন্মের তারিখ, আপনার নাম বা পদবি,আপনার সামাজিক নিরাপত্তা নম্বর,আপনার ফোন নম্বর,আপনার পোষা প্রাণীর নাম,এগুলি এমন প্রশ্ন যা সহজেই ভাবা যাবে৷)
* মনে রাখবার মত একটা উত্তর পছন্দ করুন,কিন্তু সেটাকে যেন সহজে অনুমান করা না যায়৷
* যদি আপনি আপনার নিজের প্রশ্নটি লেখেন,তাহলে যে প্রশ্নের একটা সুস্পষ্ট,সংক্ষিপ্ত,অথবা সাধারণ উত্তর আছে সেগুলোকে বাছবেন না৷
* আপনার উত্তরটি একটা সম্পূর্ণ বাক্য হওয়া উচিত৷
* এমন কোন শব্দ বা বাক্য প্রশ্ন হিসেবে দেবেন না যা, আপনি সব সময় বলেন বা আপনার প্রিয়। যেমন: সিনেমার কোন Filmy সংলাপ যা সকলে জানতে পারে

আপনার সুরক্ষার প্রশ্ন উত্তর সুরক্ষিত রাখার কতকগুলি উপায়:

* কোন প্রবাদ যা আপনি সবসময় বলেন বা উপদেশ হিসেবে ব্যবহার করেন, কক্ষনই ব্যবহার করা উচিৎ হবে না
* লেখা কাগজের নীচের পৃষ্ঠায় সাধারনত লেখার ছাপ পড়ে। তাই যদি ভুলে আপনার পাসওয়ার্ড লিখে ফেলেন তাহলে, লেখা কাগজের পৃষ্ঠা সহ নীচের পৃষ্ঠাও উপরোক্ত উপায়ে ধ্বংশ্ করুন
* কাউকে এই তথ্যটি বলবেন না এবং এটি লিখবেন না৷
* আপনার প্রশ্ন এবং উত্তর একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বদলান৷
এতকিছুর পরেও Key logger, Hacker, Browser log ইত্যাদি থেকে আপনার গোপন Password টি রক্ষা করতে সতর্কতার বিকল্প নেই
অতিরিক্ত Security – জন্য সিকিউরিটি ডিস্ক তৈরি করতে পারেন। আমি সম্ভবত বিষয়ে একটা পোষ্ট এই সাইটে দেখেছি। আগ্রহী কেউ পুরানো পোষ্ট খুজে দেখতে পারেন
আপনি যদি আপনার ব্যবসায়ে বৃহৎ পরিসরে প্রযুক্তির ব্যবহার করেন তবে আপনার উচিৎ হবে একজন নিরাপত্তা বিশেষঙ্গ নিয়োগ দেয়া যে আপনার পাসওয়ার্ড প্রয়োগ-পদ্ধতি Customize করবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সোমবার, ৫ মার্চ, ২০১২

►►► আপনার পাসওয়ার্ড সুরক্ষিত করুন !! ◄◄◄


# একটি সুরক্ষিত পাসওয়ার্ড তৈরি করার টিপস:

* বিরাম চিহ্ণগুলো এবং/অথবা সংখ্যাগুলোকে অন্তভূর্ক্ত করুন৷
* একই রকম দেখতে অন্য অক্ষর ব্যবহার করুন।যেমন ‘O’ বদলে শূন্য
* ছোট আকারের অক্ষর ব্যবহার করুন৷
* সঠিক শব্দের বিকল্প ব্যাবহার করুন যেমন ‘Love to Laugh’ এর জন্য ‘Luv 2 Laf’
* প্রচলিত শব্দ নির্বাচন করা থেকে বিরত থাকুন
* সংখ্যা,বর্ণ,চিন্হ ইত্যাদি মিশিয়ে পাসওয়ার্ড সাজান

যে জিনিসগুলি না করা ভাল:

* একাধিক গুরুত্বপূর্ন অ্যাকাউন্ট যেমন,Gmail অনলাইন ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে পাসওয়ার্ডকে পুনরায় ব্যবহার করবেন না
* এমন পাসওয়ার্ড ব্যবহার করবেন না যাতে ব্যক্তিগত তথ্য থাকে যেমন:নাম,জন্ম তারিখ,ইত্যাদি৷
* পুরো পাসওয়ার্ডটাই নাম্বার,বড় হতের অথবা ছোট হাতের অক্ষর করবেন না
* কোন অক্ষর বার বার লিখবেন না(aa11)
* কি করে সঠিক পাসওয়ার্ড বাছবেন তার উদাহরণের তালিকা থেকে পাসওয়ার্ড বাছবেন না
* কোন প্রবাদ যা আপনি সবসময় বলেন বা উপদেশ হিসেবে ব্যবহার করেন, কক্ষনই ব্যবহার করা উচিৎ হবে না
* কিবোর্ড প্যাটার্ন (asdf) অথবা ক্রম সংখ্যার (1234) ব্যবহার করবেন না পাসওয়ার্ডে
* অভিধানে আছে এমন শব্দ বা আদ্যক্ষরা ব্যাবহার করবেন না

আপনার পাসওয়ার্ডকে সুরক্ষিত রাখার জন্য সংকেত:

* কখনও কাহাকেও আপনার পাসওয়ার্ড বলবেন না (যেমন: উল্লেখযোগ্য কেউ,রুমমেট,তোতাপাখী প্রভৃতি)
* কখনও আপনার পাসওয়ার্ড লিখবেন না৷
* যদি ভুলে লিখে ফেলেন তাহলে, কালি দিয়ে মুছে আগুনে পুড়িয়ে ফেলুন কিংবা আগুনে পুড়িয়ে তার ছাইভম্ব পৃথক করে বিভিন্ন স্থানে ফেলুন
* লেখা কাগজের নীচের পৃষ্ঠায় সাধারনত লেখার ছাপ পড়ে। তাই নীচের পৃষ্ঠাও উপরোক্ত উপায়ে ধ্বংশ্ করুন
* ইমেলের দ্বারা কখনও আপনার পাসওয়ার্ড পাঠাবেন না৷
* এমন কোন শব্দ বা বাক্য পাসওয়ার্ড হিসেবে দেবেন না যা, আপনি সব সময় বলেন বা আপনার প্রিয়। যেমন: সিনেমার কোন Filmy সংলাপ যা সকলে জানতে পারে
* সমসাময়িক আলোচিত বিষয় সম্পর্কিত পাসওয়ার্ড না দেয়াই ভাল
* পর্যায়ক্রমে আপনার সাম্প্রতিক পাসওয়ার্ডটি পরীক্ষা করুন,এবং নতুন কোন পাসওয়ার্ড দিয়ে পরিবর্তন করুন৷

# সুরক্ষা প্রশ্ন:

যদি আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন,তাহলে অনেকক্ষেত্রে  আপনার সুরক্ষার প্রশ্নটির উত্তর জানতে চাওয়া হয় যা দিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটি পূনরূদ্ধার করতে পারেন। নীচে কোনো ভাল সুরক্ষার প্রশ্ন উত্তর পছন্দ করার সাহায্যকারী কতকগুলি টিপস দেওয়া হল:
* কেবলমাত্র আপনার উত্তর জানা আছে এবং আপনার পাসওয়ার্ডের সঙ্গে যুক্ত নয় এমন কোন প্রশ্ন বাছুন৷
* এমন একটি প্রশ্ন চয়ন করুন যার উত্তর ভেবে দেওয়া যাবে না৷
(উদাহরণস্বরূপ,আপনার মায়ের বিবাহ-পূর্ব নাম,আপনার জন্মের তারিখ, আপনার নাম বা পদবি,আপনার সামাজিক নিরাপত্তা নম্বর,আপনার ফোন নম্বর,আপনার পোষা প্রাণীর নাম,এগুলি এমন প্রশ্ন যা সহজেই ভাবা যাবে৷)
* মনে রাখবার মত একটা উত্তর পছন্দ করুন,কিন্তু সেটাকে যেন সহজে অনুমান করা না যায়৷
* যদি আপনি আপনার নিজের প্রশ্নটি লেখেন,তাহলে যে প্রশ্নের একটা সুস্পষ্ট,সংক্ষিপ্ত,অথবা সাধারণ উত্তর আছে সেগুলোকে বাছবেন না৷
* আপনার উত্তরটি একটা সম্পূর্ণ বাক্য হওয়া উচিত৷
* এমন কোন শব্দ বা বাক্য প্রশ্ন হিসেবে দেবেন না যা, আপনি সব সময় বলেন বা আপনার প্রিয়। যেমন: সিনেমার কোন Filmy সংলাপ যা সকলে জানতে পারে

আপনার সুরক্ষার প্রশ্ন উত্তর সুরক্ষিত রাখার কতকগুলি উপায়:

* কোন প্রবাদ যা আপনি সবসময় বলেন বা উপদেশ হিসেবে ব্যবহার করেন, কক্ষনই ব্যবহার করা উচিৎ হবে না
* লেখা কাগজের নীচের পৃষ্ঠায় সাধারনত লেখার ছাপ পড়ে। তাই যদি ভুলে আপনার পাসওয়ার্ড লিখে ফেলেন তাহলে, লেখা কাগজের পৃষ্ঠা সহ নীচের পৃষ্ঠাও উপরোক্ত উপায়ে ধ্বংশ্ করুন
* কাউকে এই তথ্যটি বলবেন না এবং এটি লিখবেন না৷
* আপনার প্রশ্ন এবং উত্তর একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে বদলান৷
এতকিছুর পরেও Key logger, Hacker, Browser log ইত্যাদি থেকে আপনার গোপন Password টি রক্ষা করতে সতর্কতার বিকল্প নেই
অতিরিক্ত Security – জন্য সিকিউরিটি ডিস্ক তৈরি করতে পারেন। আমি সম্ভবত বিষয়ে একটা পোষ্ট এই সাইটে দেখেছি। আগ্রহী কেউ পুরানো পোষ্ট খুজে দেখতে পারেন
আপনি যদি আপনার ব্যবসায়ে বৃহৎ পরিসরে প্রযুক্তির ব্যবহার করেন তবে আপনার উচিৎ হবে একজন নিরাপত্তা বিশেষঙ্গ নিয়োগ দেয়া যে আপনার পাসওয়ার্ড প্রয়োগ-পদ্ধতি Customize করবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি সন্ধান করুন