Picture

Picture
SHAHRIAR MAHMUD AKASH

রবিবার, ৪ মার্চ, ২০১২

Social Fixer ব্যবহার করে Facebook কে কাস্টোমাইজ করুন --


বর্তমানে Facebook কে ব্যবহার করেন এটা প্রশ্ন না করে Facebook কে ব্যবহার করেন না এই প্রশ্ন করাটাই অনেক বেশি যুক্তিসঙ্গত :) ইন্টারনেট ব্যবহার করে অথচ Facebook ব্যবহার করে না এমন খুব কম লোকই পাওয়া যাবে। যাইহোক, আমার এই লেখাটা Facebook কারা ব্যবহার করেন আর কারা করেন না তা নিয়ে নয়। বরঞ্চ যারা ব্যবহার করেন তারা কিভাবে আরো ভালভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে। ফেইসবুকের অনেক ফিচার আছে যা অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হয়। আবার এমন অনেক ফিচার নেই যা থাকলে হয়ত অনেকেই উপকৃত হতেন
ব্যবহারকারীদের এই পাওয়া না পাওয়ার বিষয়টাকে মাথায় রেখেই তৈরী করা হয়েছে Social Fixer এটি একটি ব্রাউজার এডঅনস যা ব্যবহার করে ফেইসবুককে অনেকভাবে কাস্টোমাইজ করা যায়(উদাহরণ হিসেবে উপরের ছবিটা খেয়াল করুন) Mozilla Firefox, Google Chrome, Apple Safari, Opera ইত্যাদি ব্রাউজারের জন্য Social Fixer পাবেন। তবে Internet Explorer ব্যবহারকারীগন এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই লিংকে প্রবেশ করলেই ব্রাউজারের লগো সহ ডাউনলোড লিংক পাবেন। আপনি যে ব্রাউজার ব্যবহার করছেন সেই লগোতে ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হবে। ইনস্টল হওয়ার পর ব্রাউজার বন্ধ করে আবার চালু করুন। এখন ফেইসবুকে লগিন করার পর আপনার নাম এবং প্রোফাইল পিকচারের বামপাশে রেঞ্চ এর ছবিযুক্ত একটা আইকন দেখতে পাবেন। এই আইকনে ক্লিক করে Social Fixer Options ক্লিক করে আপনি আপনার প্রয়োজনমত কাস্টোমাইজ করে নিতে পারবেন। এখানে একটি সেটাপ উইজার্ড আছে, যার মাধ্যমে অনেক সহজেই কাস্টোমাইজেশনের কাজ সেরে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন এই কাস্টোমাইজেশন শুধু আপনার আপনার ব্রাউজারেই দেখতে পাবেন। অন্য পিসিতে ফেইসবুক চালু করলে সেখানে দেখতে পাবেন না। ধন্যবাদ সবাইকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

রবিবার, ৪ মার্চ, ২০১২

Social Fixer ব্যবহার করে Facebook কে কাস্টোমাইজ করুন --


বর্তমানে Facebook কে ব্যবহার করেন এটা প্রশ্ন না করে Facebook কে ব্যবহার করেন না এই প্রশ্ন করাটাই অনেক বেশি যুক্তিসঙ্গত :) ইন্টারনেট ব্যবহার করে অথচ Facebook ব্যবহার করে না এমন খুব কম লোকই পাওয়া যাবে। যাইহোক, আমার এই লেখাটা Facebook কারা ব্যবহার করেন আর কারা করেন না তা নিয়ে নয়। বরঞ্চ যারা ব্যবহার করেন তারা কিভাবে আরো ভালভাবে ব্যবহার করবেন সেই বিষয়ে। ফেইসবুকের অনেক ফিচার আছে যা অনেকের কাছে অপ্রয়োজনীয় মনে হয়। আবার এমন অনেক ফিচার নেই যা থাকলে হয়ত অনেকেই উপকৃত হতেন
ব্যবহারকারীদের এই পাওয়া না পাওয়ার বিষয়টাকে মাথায় রেখেই তৈরী করা হয়েছে Social Fixer এটি একটি ব্রাউজার এডঅনস যা ব্যবহার করে ফেইসবুককে অনেকভাবে কাস্টোমাইজ করা যায়(উদাহরণ হিসেবে উপরের ছবিটা খেয়াল করুন) Mozilla Firefox, Google Chrome, Apple Safari, Opera ইত্যাদি ব্রাউজারের জন্য Social Fixer পাবেন। তবে Internet Explorer ব্যবহারকারীগন এই সুবিধা থেকে বঞ্চিত হবেন। এই লিংকে প্রবেশ করলেই ব্রাউজারের লগো সহ ডাউনলোড লিংক পাবেন। আপনি যে ব্রাউজার ব্যবহার করছেন সেই লগোতে ক্লিক করলেই ইনস্টলেশন শুরু হবে। ইনস্টল হওয়ার পর ব্রাউজার বন্ধ করে আবার চালু করুন। এখন ফেইসবুকে লগিন করার পর আপনার নাম এবং প্রোফাইল পিকচারের বামপাশে রেঞ্চ এর ছবিযুক্ত একটা আইকন দেখতে পাবেন। এই আইকনে ক্লিক করে Social Fixer Options ক্লিক করে আপনি আপনার প্রয়োজনমত কাস্টোমাইজ করে নিতে পারবেন। এখানে একটি সেটাপ উইজার্ড আছে, যার মাধ্যমে অনেক সহজেই কাস্টোমাইজেশনের কাজ সেরে নিতে পারবেন। তবে খেয়াল রাখবেন এই কাস্টোমাইজেশন শুধু আপনার আপনার ব্রাউজারেই দেখতে পাবেন। অন্য পিসিতে ফেইসবুক চালু করলে সেখানে দেখতে পাবেন না। ধন্যবাদ সবাইকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি সন্ধান করুন